‘গজ’ ধেয়ে আসছে দক্ষিণ ভারতে

দক্ষিণ ভারতের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গজ’। আজ বৃহস্পতিবার সন্ধ্যা কিংবা রাত নাগাদ এটি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তুতি হিসেবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এরই মাঝে তামিলনাড়ু প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
ভারতীয় নৌ সেনার পক্ষ থেকেও চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে জানানো হয়েছে কড়া নিষেধাজ্ঞা। এ ছাড়া উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
এরই মাঝে গজের প্রভাবে তামিলনাড়ুজুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একটানা বৃষ্টি আর দমকা বাতাসে জনজীবন বিপর্যস্ত। সমুদ্র উত্তাল রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া কার্যালয়।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গজ’ শক্তি বাড়িয়ে তামিলনাড়ু, পদুচেরি ও অন্ধ্রপ্রদেশের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে। আজ সন্ধ্যা বা রাতের দিকে এটি আঘাত হানতে পারে। এ ব্যাপারে গত রোববার পূর্ব সতর্কতা জারি করে আইএমডি।
আবহাওয়া কার্যালয় জানায়, ঘূর্ণিঝড়টি বর্তমানে তামিলনাড়ুর নাগপত্তনাম থেকে ৫৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। সন্ধ্যা নাগাদ এটি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের পাম্বান ও কুদ্দোরোর উপকূল অতিক্রম করতে পারে। সে সময় বাতাসের ঘণ্টায় প্রায় একশ কিলোমিটার থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। পরদিন সকালে এটি ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেয়। পরে তা আরো শক্তিশালী হয়ে দক্ষিণ ভারতের দিকে এগোতে শুরু করে।