কর্নাটকে বাস খালে, নিহত ২৫

ভারতের কর্নাটক রাজ্যের মান্দ্রা জেলার পাণ্ডবপুরের কাছে আজ দুপুরে যাত্রীবোঝাই বাস খালে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিক্ষার্থী রয়েছে।
জানা গিয়েছে, বেসরকারি ওই বাসটি পান্ডবপুর থেকে মান্দ্রাতে যাচ্ছিল। বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিল। পাণ্ডবপুরের তালুকের কাছে কনগনমারাডি গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১২ ফুট গভীর খালে গিয়ে পড়ে। ধীরে ধীরে খালের পানিতে তলিয়ে যেতে থাকে বাসটি।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধারের কাজে হাত লাগায়। পরে পুলিশ এসে উদ্ধারকাজে যোগ দেয়।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
কর্নাটকের উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর জানান, সঠিকভাবে বাসটি না চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।