প্রিয়াঙ্কা নামায় বিজেপি ভয় পেয়েছে : রাহুল

‘প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে দায়িত্ব দিয়ে দল এতটুকু ভুল করেনি। বরং যোগ্য ব্যক্তির হাতেই তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব।’
আজ বুধবার টুইটারে এভাবেই বোনের প্রশংসা করলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। আমেথি এলাকায় রাজীব বলেন, ‘প্রিয়াঙ্কা রাজনীতিতে নামায় বিজেপি ভয় পেয়েছে।’
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে। একইসঙ্গে তাঁকে উত্তরপ্রদেশের পূর্ব অংশের দায়িত্বও দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাহুল তাঁর কেন্দ্র উত্তরপ্রদেশের আমেথিতে দলের প্রচার শুরু করার ফাঁকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে, এখন থেকে প্রিয়াঙ্কা আমার সঙ্গে কাজ করবে।’
কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ প্রসঙ্গে রাহুল বলেন, ‘প্রিয়াঙ্কা রাজনীতিতে নামায় বিজেপি আরো বেশি ভয় পেয়ে গেছে।’
ভারতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই সিদ্ধান্ত রাজনীতির বড় তাস বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রিয়াঙ্কা গান্ধীর কথাবার্তা এবং চালচলনে অনেকেই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী তথা প্রিয়াঙ্কার দাদি ইন্দিরা গান্ধীর ছায়া খুঁজে পান। গতবার ভারতের লোকসভা নির্বাচনের আগে প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশের রায়বেরিলি এবং আমেথিতে দলের হয়ে প্রচারে নেমেছিলেন। ওই সময় থেকেই কংগ্রেসের মধ্যেই দাবি ছিল রাহুলের মতো প্রিয়াঙ্কাও রাজনীতিতে আসুন। কিন্তু প্রিয়াঙ্কা নিজে প্রত্যক্ষ রাজনীতিতে নামতে আগ্রহী ছিলেন না। তবে সক্রিয়ভাবে দলে যোগ না দিলেও গত লোকসভা ভোটের পর থেকে কংগ্রেসে এই রাজীব কন্যার গুরুত্ব বেড়েছে।
এর আগে বছর দুয়েক আগে একবার প্রিয়াঙ্কাকে দলের কার্যকরী সভাপতি করার ইঙ্গিত দিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। যদিও তা হয়নি। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটের আগেই কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা কংগ্রেসে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে কংগ্রেস নেতাকর্মীদের মাঝে। এদিকে প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ায় প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন তাঁর স্বামী রবার্ট ভদ্রও।