ভালোবাসা দিবসে রাহুল গান্ধীর গালে নেত্রীর চুমু

আজ বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব প্রেমের এই দিনেই নিজের দলের এক মহিলা নেত্রীর কাছ থেকে চুমু উপহার পেলেন ভারতের জাতীয় কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী। এ ঘটনার পরেই হইচই পড়ে গেছে ভারতের রাজনৈতিক মহলে। অবিবাহিত রাহুলের গালে চুমু দেওয়ার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
আজ বৃহস্পতিবার বিশ্ব ভালোবাসা দিবসের দিনেই ভারতের গুজরাটের ভালসাডে কংগ্রেসের জনআক্রোশ র্যালিতে অংশ নিতে যান রাহুল। ওই র্যালির আগে এক সমাবেশে হাজির হন তিনি। দলীয় নিয়মমাফিক ওই সমাবেশে রাহুল গান্ধীকে স্বাগত জানান দলের রাজ্য নেতারা। স্বাগত জানানোর দলে ছিলেন গুজরাট মহিলা কংগ্রেসের নেত্রীরাও। তাঁরাও পুষ্পস্তবক নিয়ে মঞ্চে হাজির হন। কিন্ত রাহুলের হাতে পুষ্পস্তবক দেওয়ার আগেই কংগ্রেসের এক নেত্রী সটান রাহুল গান্ধীর কাছে এগিয়ে গিয়ে তাঁর গালে চুমু দেন। এরপরেই হৈ হৈ পড়ে যায় চারিদিকে।
তবে এর আগেও রাহুল গান্ধী এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কংগ্রেসের নেত্রীরা রাহুলের গালে চুমু খেয়েছেন। তবে এদিন প্রতিবারের মতো হেসেই রাহুল গান্ধী পরিস্থিতি মোকাবিলা করেন।
#WATCH A woman kisses Congress President Rahul Gandhi during a rally in Valsad, #Gujarat pic.twitter.com/RqIviTAvZ9
— ANI (@ANI) February 14, 2019