পুলওয়ামায় অভিযান, ভারতীয় মেজর-জওয়ানসহ নিহত ৫

ফের রক্ত ঝরল ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায়। আজ সোমবার ভোররাতে লুকিয়ে থাকা ‘বিচ্ছিন্নতাবাদীদের’ বিরুদ্ধে তল্লাশি অভিযানে নেমে প্রাণ হারালেন এক ভারতীয় মেজরসহ চার জওয়ান। সেইসঙ্গে একজন সাধারণ নাগরিকও মারা গিয়েছেন বলেও জানা গেছে।
ভোররাতে পুলওয়ামা জেলার পিংলান গ্রামে কয়েকজন ‘বিচ্ছিন্নতাবাদী’ আত্মগোপন করে আছে—এমন খবর পেয়ে অভিযানে নামে ভারতের ৫৫ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা।
জানা যায়, এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে গুরুতর আহত হন ৫৫ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের এক মেজর ও চার জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বাদামিবাগের হাসপাতালে নিয়ে যাওয়ার পর আজ সকালে হাসপাতালেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি আছেন এক জওয়ান। এ ছাড়া একজন সাধারণ নাগরিক মারা গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লড়াই চলছে।
গত বৃহস্পতিবার পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার পর থেকেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল ভারতীয় জওয়ানরা। আজকের অভিযানের আগে থেকেই ওই এলাকায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা অচল করে দেওয়া হয়।
ভারতীয় গোয়েন্দাদের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, পুলওয়ামায় কনভয়ে আত্মঘাতী হামলা চালানো আদিল দারের প্রশিক্ষক রশিদ গাজী এখনো ওই এলাকাতেই লুকিয়ে রয়েছেন।