পাকিস্তানি ড্রোন গুলি করে নামানোর দাবি ভারতের

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ ঘাঁটিতে বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি একটি ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে ভারতীয় বিমানবাহিনী।
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামায় ভারতীয় বিমানবাহিনী। তবে কী উদ্দেশ্যে পাকিস্তানি ড্রোনটি ভারতের আকাশে এসেছিল, তা জানা যায়নি।
আজ মঙ্গলবার ভোরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর বিমান হামলার পরেই হাইঅ্যালার্ট জারি করা হয় ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে। হাইঅ্যালার্টের মধ্যে রাখা হয়েছে মিসাইল ডিফেন্স সিস্টেমকেও।
জানা গেছে, এই হাইঅ্যালার্টের মধ্যে ভোর সাড়ে ৬টা নাগাদ ভারতীয় রাডারে ধরা পড়ে একটি পাকিস্তানি ড্রোন। সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নামায় ভারতীয় সেনারা।
তবে ভারতের হামলার সঙ্গে এই পাকিস্তানি ড্রোনের কোনোরকম সম্পর্ক রয়েছে কি না জানা যায়নি।
এদিকে সর্বশেষ ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে দাবি করা হয়েছে, পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একাধিক ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলায় প্রায় তিনশ জন নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে পাকিস্তানের কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।