হামলার পর মোদি বললেন, ‘ভারত সুরক্ষিত’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এই সরকারের হাতে দেশ সুরক্ষিত। আজ সমস্ত শহীদদের মাথা ঝুঁকিয়ে প্রণাম জানানোর দিন।’
মোদি বলেছেন, ‘আমার কাছে নিজের চেয়ে দল বড়, দলের চেয়েও দেশ বড়। তাই এক নাগাড়ে দেশের সেবা করে যাচ্ছি। জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান- এই ভাবনা নিয়ে এগোচ্ছি।’
আজ মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে জঙ্গি আস্তানায় হামলার পর রাজস্থানের একটি জনসভায় এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে ১২টি মিরাজ -২০০০ যুদ্ধবিমান বালাকোটের ওই আস্তানায় হামলা চালায়।
জনসভায় দাঁড়িয়ে মোদি বলেন, ‘দেশবাসীকে আমি সুরক্ষা দিতে পেরেছি। আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, ভারত সুরক্ষিত হাতে আছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম, ভারতের মাথা নত হতে দেব না, সেই প্রতিজ্ঞা রেখেছি। আমি কথা দিচ্ছি, ভারতের গর্ব নষ্ট হতে দেব না।’
মোদি বলেন, ‘ভারত জাগছে, প্রত্যেক ভারতবাসীর জয় হবেই। নতুন করে আবার কাজ শুরু করতে হবে। কোথাও থামলে চলবে না।’