অভিনন্দন ফেরায় ভারতে উচ্ছ্বাস

ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে তাঁর নিজ দেশে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। অভিনন্দনের ফিরে আসায় ভারত জুড়ে বইছে আনন্দের মিছিল। শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নিল গোটা ভারত।
গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাক-ভারত ওয়াঘা সীমান্তে বিএসএফের হাতে তুলে দেয় পাক রেঞ্জার্স। তার পরই বিএসএফ তাঁকে ভারতীয় বিমানবাহিনীর হাতে তুলে দেয়। ভারতীয় বিমানবাহিনীর ভাইস মার্শাল রবি জেকে কাপুর অভিনন্দনকে স্বাগত জানান।
গতকাল রাতেই এক টুইট বার্তায় অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই টুইট বার্তায় বলেন, ‘ওয়েলকাম হোম উইং কমান্ডার। তোমার বীরত্ব ও সাহস গোটা দেশকে গর্বিত করেছে। ১৩০ কোটি ভারতীয়র গর্ব ভারতীয় সেনা। বন্দে মাতরম।’
এদিকে অভিনন্দনকে অভ্যর্থনা জানাতে ওয়াঘা সীমান্তে উৎসাহী মানুষের ঢল নামে। ভারতে পা রাখার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগযোগমাধ্যমে অভিনন্দনের বার্তায় অভিনন্দন বর্তমানকে ভরিয়ে দেন ভারতের বিভিন্ন রাজনীতিবিদ থেকে বিভিন্ন স্তরের মানুষ।
ভারতীয় বিমানবাহিনীর তরফ থেকে জানানো হয়, ‘অভিনন্দনের বাড়ি ফেরা আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমরা খুশি। বিমানবাহিনীর সব আধিকারিক ও অভিনন্দনের সহকর্মীরাও অনেক খুশি।’
অভিনন্দন ভারতের মাটিতে পা রাখার পরই তাঁকে অভিনন্দন জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। তিনি টুইট করে বলেন, ‘উইং কমান্ডার অভিনন্দন, আপনার মর্যাদাবোধ, প্রশান্তি ও সাহসিকতা আমাদের সবাইকে গর্বিত করেছে। আপনি ফিরে এসেছেন, আপনাকে স্বাগত জানাই। অনেক ভালোবাসা রইল আপনার জন্য।’
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট বার্তায় বলেন, ‘দেশে আপনাকে স্বাগত। আপনার সাহস, কর্তব্যজ্ঞান এবং সর্বোপরি আপনার মর্যাদার জন্য দেশ গর্বিত।’
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং টুইট বার্তায় বলেন, ‘দেশে আপনাকে স্বাগত। পুরো দেশ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে গর্বিত।’
অন্যদিকে, অভিনন্দন দেশে ফিরে আসায় বলিউড পাড়াতেও নেমেছে উচ্ছ্বাসের ঢল। বলিউড অভিনেতা শাহরুখ খান টুইট বার্তায় বলেন, ‘বাড়ি ফিরে আসার থেকে ভালো কোনো অনুভূতি নেই। বাড়ি হলো ভালোবাসা, স্বপ্ন ও আশার উৎস। তোমার সাহস আমাদের শক্তি দিয়েছে। তোমার প্রতি চির কৃতজ্ঞ।’
পরিচালক করন জোহর টুইটে লেখেন, ‘তোমার সাহস ও বীরত্বকে স্যালুট। কঠিন পরিস্থিতিতে যে সাহস দেখিয়েছ তার জন্য তোমাকে কুর্নিশ।’
বরুন ধাওয়ান বলেন, ‘তুমি দেশের সত্যিকারের হিরো। ওয়েলকাম ব্যাক। এই ঘটনা প্রমাণ করে, মানবতা মুছে যায়নি।’
রণবীর লেখেন, ‘দেশের অনুপ্রেরণা তুমি, ওয়েলকাম ব্যাক।’
এ ছাড়া অভিনন্দনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন আলিয়া ভাট, আনুস্কা শর্মা, শাহিদ কাপুর, পরিনীতা চোপড়া, আয়ুস্মান খুরানা, অনিল কাপুর, রীতেশ দেশমুখ প্রমুখ।