পাক-ভারত দ্বন্দ্বেও পেছাবে না ভারতের নির্বাচন

পাক-ভারত উত্তেজনার কারণে ভারতে আসন্ন লোকসভা নির্বাচন বিঘ্নিত হবে না বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
সুনীল অরোরা বলেন, ‘ভারতে যে সময়ে লোকসভা নির্বাচন করার কথা ভাবা হয়েছে, সেই সময়েই নির্বাচন হবে। মূলত আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ভোট শুরু করার ব্যাপারে পক্ষপাতী কমিশন। নির্বিঘ্নে ভোটের জন্য ইতিমধ্যেই আধা সামরিক বাহিনী চাওয়া হয়েছে।’
নিয়ম অনুসারে, আগামী ৩ জুনের মধ্যে কেন্দ্রে নতুন সরকার গঠন করতে হবে। কিন্তু সাম্প্রতিক পাক-ভারত উত্তেজনার মধ্যে নির্বাচন বিলম্বিত হতে পারে অনেকের মাঝে এমন আশঙ্কা দেখা দিয়েছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাক-ভারত সীমান্তে উত্তেজনা আগের থেকে কিছুটা হলেও কমেছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে সীমান্তের পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন কমিশনের দাবি অনুসারে আধা সেনা পেতে কেন্দ্রের সমস্যা হবে না।
কমিশন সূত্রে জানা যায়, সব ঠিকঠাক থাকলে ও যথাসময়ে আধা সামরিক বাহিনী পাওয়ার দেওয়ার প্রতিশ্রুতি পেলে আগামী সপ্তাহেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে প্রার্থীদের জন্য বেশ কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে কমিশন। নতুন নিয়ম অনুসারে প্রতিটি প্রার্থীকে দেশের বাইরে বিদেশে কোথাও কোনো সম্পত্তি থাকলে হলফনামায় তাও জমা দিতে হবে। কেউ সম্পত্তির হিসাব লুকিয়ে রাখলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি প্রার্থিতাও বাতিল করা হতে পারে।
এ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘প্রত্যেক প্রার্থীর সম্পত্তির খতিয়ান নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকবে। আয়কর দপ্তর চাইলে তা দেখতে পারবে। কোথাও কোনো বৈষম্য থাকলে প্রার্থীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ এ ছাড়া এবারে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ঠেকাতেও ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
কমিশন জানায়, পর্যবেক্ষক ছাড়া সাধারণ নাগরিকরাও প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। এ প্রক্রিয়া কার্যকর করতে সি-ডিজিল মোবাইল অ্যাপলিকেশন চালু করবে কমিশন। এর মধ্য দিয়ে পরিচয় গোপন করে যেকেউ যেকোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে। এ ছাড়া নির্বাচনে ইভিএম কারচুপি রুখতে বুথে বুথে 'ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেইলিং' (ভিভিপ্যাট) বসানো হবে বলেও কমিশন জানিয়েছে।