দল চাইলে ভোটে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার শত জল্পনা-কল্পনার মধ্যেই মুখ খুললেন ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানিয়েছেন, দল চাইলে ভোটে লড়তে প্রস্তুত তিনি।
গতকাল বুধবার জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটিই জানিয়েছেন ছোট বোন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘এবারে ভোটে লড়ব কি না, তা এখনো ঠিক করিনি। তবে দল যদি আমাকে প্রার্থী করতে চায়, তাহলে নিশ্চয়ই লড়ব।’
তবে কোন কেন্দ্র থেকে প্রার্থী হতে চান, সে বিষয়ে কিছু বলেন নি প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘দলের জন্য কাজ করতে চাই।’
প্রিয়াঙ্কার এই বক্তব্যে ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, যেহেতু বারানসী কেন্দ্রে আগামী ১৯ মে ভোট হবে, তাই প্রার্থী ঘোষণা ও মনোনয়নের অনেকটা সময় আছে।
বারানসী কেন্দ্রে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। এ জন্যই তৈরি হয়েছে নানা জল্পনার। প্রিয়াঙ্কাকে বারানসী কেন্দ্রে নরেন্দ্র মোদির মুখোমুখি দাঁড় করিয়ে রাহুল গান্ধী সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন বলে ধারণা করছেন অনেকে। কংগ্রেসের বারানসীর নেতারা প্রিয়াঙ্কাকেই প্রার্থী হিসেবে চাইছেন। তবে এ ব্যাপারে কংগ্রসের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
অন্যদিকে কংগ্রেসের একটি অংশ মনে করছে, প্রিয়াঙ্কা তাঁর রাজনৈতিক জীবনের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, এমনটি কখনোই চাইবেন না সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী। ফলে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হলে, নিশ্চিত জয় পাওয়া যায় এমন কোনো আসন বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি।