‘ভারতের চৌকিদার’কে চোর বললেন রাহুল গান্ধী

ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘এখন ভারতে আর্থিক জরুরি অবস্থা চলছে। প্রধানমন্ত্রী ভারতে সুদিনের কথা বলেছিলেন। এখন দেখা যাচ্ছে চৌকিদারই চোর।’
সম্প্রতি নিজেকে ‘ভারতের চৌকিদার’ দাবি করে নির্বাচনী প্রচার করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই পরিপ্রেক্ষিতে ওই কথা বলেন রাহুল গান্ধী।
আজ মঙ্গলবার কংগ্রেসের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন রাহুল গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রকাশ করেছে দলটি। এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
কংগ্রেসের ইশতেহারে ন্যায়, বেকারত্ব ও কৃষিঋণ মওকুফের ওপর জোর দেওয়া হয়েছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘এই ইশতেহারে মানুষের চাহিদাকে স্থান দেওয়া হয়েছে। এর আগেই ন্যায় প্রকল্পের কথা ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি। কংগ্রেস ক্ষমতায় এলে সেই প্রকল্প চালু হবে। আর সে অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব ২০ শতাংশ মানুষ বছরে ৭২ হাজার রুপি করে পাবেন।
অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, ‘এই ইশতেহারে মানুষের চাহিদাকে সম্মান করা হয়েছে। মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।’ তিনি জানান, তাঁদের সরকার ক্ষমতায় আসার পর কোনো কৃষক যদি ঋণ মেটাতে না পারেন, তাহলে ফৌজদারি মামলা হবে না। মানে তাঁকে জেলে যেতে হবে না।
রাহুল আরো বলেন, ‘বছরখানেক আগে যখন আমরা ইশতেহার তৈরির কাজ শুরু করেছিলাম, তখনই আমি বলেছিলাম, অসম্ভব কোনো কথা ইশতেহারে রাখা হবে না। কারণ এমনিতেই প্রতিদিন আমাদের এত মিথ্যা কথা শুনতে হয়।’
কংগ্রেসের এই ইশতেহারে বলা হয়েছে, আগামী মার্চ মাসের মধ্যে ২২ লাখ চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি, একশ দিনের কাজের সংখ্যাও বাড়ানোর কথা বলা হয়েছে। ভারতের রেল বাজেটের মতো কৃষকদের জন্য আলাদা বাজেট করার কথাও বলা হয়েছে ইশতেহারে।