চাকরির পরীক্ষায় প্রথম হয়ে গার্লফ্রেন্ডকে ধন্যবাদ

ভারতে প্রথম শ্রেণির সরকারি চাকরির পরীক্ষায় প্রথম হওয়ায় নৈতিক সমর্থন দিয়ে ও পাশে থেকে সহযোগিতার জন্য বান্ধবীকে ধন্যবাদ দিয়েছেন কনিষ্ক কাটারিয়া।
এমন সাফল্যের পর সচরাচর মা-বাবাকে বা পরিবারের মানুষদের ধন্যবাদ দিতেই দেখা যায়। পরিবারের পাশাপাশি বান্ধবীকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছেন কনিষ্ক।
সর্ব ভারতীয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) পরীক্ষায় প্রথম হন আইআইটি বোম্বের ছাত্র কনিষ্ক কাটারিয়া। প্রেমের সম্পর্ক নিয়ে লুকোচুরি করতে নারাজ তিনি।
বার্তা সংস্থা এএনআইকে কনিষ্ক বলেছেন, এটা অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার, আমি কখনোই ভাবিনি যে আমি প্রথম হব। এজন্য নৈতিক সমর্থন ও সহযোগিতা করে আমার পাশে থাকায় আমি আমার মা-বাবা, বোন ও বান্ধবীকে ধন্যবাদ জানাই।
এবার হয়তো কনিষ্ককে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নবাণের মুখোমুখি হতে হবে। জানতে চাওয়া হতে পারে সম্পর্কের কেমিস্ট্রির নানাবিধ দিক নিয়ে। এমনকি কনিষ্কর ওই বান্ধবীর সাক্ষাৎকার প্রকাশ হতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
অন্যদিকে পঞ্চম স্থানে থেকে নারী হিসেবে সর্বভারতীয় ইউপিএসসি তালিকায় শীর্ষে রয়েছেন শ্রুস্তি জয়ন্ত দেশমুখ।