‘বেঁচে যদি থাকি মোদিবাবু, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নিয়ে ছাড়ব’

‘আমি ভাঙি কিন্তু মচকাই না, আমি লড়াই করি, কিন্তু মাথা নত করি না। আমরা লড়াই করেই বেঁচে ছিলাম, বেঁচে থাকব। আর বেঁচে যদি থাকি মোদিবাবু ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গণ্ডায় হিসাব নিয়ে ছাড়ব।’
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণের শেষ মুহূর্তের প্রচারে এভাবেই কথা বলেন তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, ‘মনে রেখ, যত চুরি করেছ, যত ডাকাতি করেছ, তার ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে।’
আজ সোমবার মমতার প্রথম সভা ছিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ির নাগরাকাটায়। সেখানে মোদি ও বিজেপিকে একহাত নেওয়ার পর তিনি পরবর্তী জনসভায় আসেন কোচবিহারের রাসমেলা ময়দানে। ওই রাসমেলা ময়দানে গত রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভায় দাঁড়িয়ে মমতার সমালোচনা করেন। আজ সেই রাসমেলা ময়দানে দাঁড়িয়ে গতকাল মোদির সব অভিযোগের জবাব দেন মমতা।
মোদির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় শুনেছি। এত মিথ্যা কথা বলতে এর আগে কোনো প্রধানমন্ত্রীকে শুনিনি। মমতা এদিন চ্যালেঞ্জ করেন, আমি মিথ্যে কথা বললে হামাগুড়ি দেব। আর আপনার মিথ্যে ধরা পড়লে আপনাকেও হামাগুড়ি দিতে হবে।’
মমতা বলেন, ‘এবারের ভোট দিল্লিতে বদলানোর ভোট। এই নির্বাচন আমার নির্বাচন নয়। এটা বিধানসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। এই নির্বাচনে যার কৈফিয়ত দেওয়ার কথা, সে দিচ্ছে না। উলটো আমার কাছে কৈফিয়ত চাইছে।’
মোদিকে এদিন খোলা চ্যালেঞ্জ করে মমতা বলেন, ‘আমি মানুষের জন্য যে কাজ করেছি, তার এক শতাংশ কাজ কি আপনি করেছেন? আমি যে কাজ করেছি তার এক শতাংশ করে দেখান।’
এর পরই মমতা মোদিকে ব্যক্তিগত আক্রমণ করে বলেন, ‘উনি নাকি দেশের মানুষকে সুশাসন দেবেন? আপনি কখনো নিজের বৌকে দেখেছেন? যার নিজেরই সংসার নেই সে দেশকে কী দেখবে?’