ভারতে ফের ক্ষমতায় আসছে বিজেপি!

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে ফের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতকাল সোমবার সন্ধ্যায় টাইমস নাও টিভি ও গবেষণা সংস্থা ভোটারস মুড রিসার্চের (ভিএমআর) এক অনলাইন মতামত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে বলে জানায় টাইমস নাও অনলাইন।
এতে বলা হয়, ১৭তম লোকসভা নির্বাচনে এনডিএ জোট ২৭৯টির মতো আসন পেতে পারে। ভারতীয় লোকসভায় মোট আসন ৫৪৩টি। তাতে এককভাবে সরকার গঠন করতে ২৭২টিরও বেশি আসনে জিততে হয়।
একই সঙ্গে সমীক্ষায় জাতীয় কংগ্রেস ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট গতবারের চেয়ে ভালো ফল করবে বলে আভাস দেওয়া হয়েছে। ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস ৪৪ ও ইউপিএ জোট পেয়েছিল ৬০টি আসন। জরিপ অনুসারে এবার ইউপিএ জোট ১৪৯টির মতো আসন পেতে পারে।
পাশাপাশি ভারতের অন্য আঞ্চলিক দলগুলো পেতে পারে ১১৫টির মতো আসন। গত নির্বাচনে এসব দল পায় সর্বমোট ১৪৭ আসন।
সমীক্ষায় আরো বলা হয়, পশ্চিমবঙ্গ রাজ্যে গতবারের তুলনায় এবারে আসন সংখ্যা কমতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে গতবার তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৪টি আসন। এবারে তারা ৩১ আসন পেতে পারে।
প্রথম সমীক্ষায় সংস্থাটি পশ্চিমবঙ্গে বিজেপি ১১টি আসন পেতে পারে বলে জানালেও দ্বিতীয় সমীক্ষায় তারা জানিয়েছে বিজেপি রাজ্যে ৯টি আসন পেতে চলেছে। ২০১৪ সালে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল মাত্র দুটি আসন। অন্যদিকে এ রাজ্যে কংগ্রেস দুটি আসন পেতে পারে বলে জরিপে বলা হয়।
সমীক্ষা অনুসারে এবারে পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্টের প্রভাব মুছে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এবারে দলটি রাজ্যের একটি আসনও পাবে না বলে জরিপে উঠে আসে।
সমীক্ষায় দেখা যায়, শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গে বিরাট উত্থান ঘটতে চলেছে বিজেপির। এবারে দলটি এ রাজ্যে ৩১.৩ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে তৃণমূল পেতে পারে ৩৭.৫ শতাংশ ভোট। এ ছাড়া বামফ্রন্ট ১৫.৯৬, কংগ্রেস ১০.৪ ও অন্যরা ৪.৮৪ শতাংশ ভোট পেতে পারে।
ভারতের অন্যতম বড় রাজ্য উত্তরপ্রদেশের ক্ষেত্রেও বিজেপির পাল্লা ভারি বলে জরিপ বলছে। এ রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৫০টি আসনে বিজেপি জয়ী হতে চলেছে বলে জানানো হয়। অন্যদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি জোটের মাধ্যমে ২৭টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া কংগ্রেস এখানে তিনটি আসন পেতে পারে বলে সমীক্ষায় দেখা গেছে। গত নির্বাচনে রাজ্যের ৮০টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৭২টি। বাদবাকি আসনের মধ্যে কংগ্রেস দুটি ও সমাজবাদী পার্টি পেয়েছিল পাঁচটি আসন।
এবারের নির্বাচনকে ঘিরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে হঠাতে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো ফেডারেল ফ্রন্টের ডাক দেয়। তারপরও বিরোধী বাতাস মোদির পালে যে সে অর্থে তেমন আঁচ লাগেনি টাইমস নাওয়ের সমীক্ষা দেখে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে।