মুনমুনের ভোটের প্রচারে সুচিত্রা!

ভোটে দাঁড়িয়েছেন মুনমুন সেন। কিন্তু এলাকায় দেওয়া পোস্টার-ব্যানারে শোভা পাচ্ছে সুচিত্রা সেন। পোস্টার বা ব্যানারে প্রার্থী মুনমুনের চেয়েও বেশি ছবি তাঁর মা বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের!
ভারতে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুচিত্রাকন্যা মুনমুন সেন। ওই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী তারকা সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়। বাবুল বিজেপির মনোনয়ন নিয়ে লড়ছেন। ওই আসনে বর্তমান সংসদ সদস্য বাবুল সুপ্রিয়ই।
গতকাল মঙ্গলবার ওই আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মুনমুন সেন। এরই মধ্যে আসানসোলে চোখে পড়ছে মুনমুনের পোস্টার-ব্যানার। ওই পোস্টার-ব্যানারে দেখা যাচ্ছে তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও মুনমুনের পাশাপাশি শোভা পাচ্ছে প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেনের ছবি। আর রয়েছে তৃণমূলের প্রতীক ‘জোড়া ফুল’। ব্যানারে মমতা ও মুনমুনের একটি ছবি, অন্যদিকে সুচিত্রা সেনের ছবি আছে পাঁচটি। ছবিগুলোর নিচে লেখা, ‘মুনমুন সেনকে এই চিহ্নে (জোড়া ফুল) ভোট দিন। মুনমুন সেনকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।’
নিজের পোস্টার-ব্যানারে সুচিত্রা সেনের ছবি প্রসঙ্গে মুনমুন সেন বলেন, ‘এবারে আসানসোল কেন্দ্রের সব জায়গায় আমার ব্যানারে মমতার সঙ্গে সঙ্গে আমার মা সুচিত্রা সেনের ছবিও রয়েছে। আমি অবশ্য এটা এবার অ্যালাও করেছি। কারণ, আমার মায়ের সঙ্গে বাঙালির একটা আবেগ তো জড়িয়ে আছেই। গত লোকসভা নির্বাচনে অবশ্য আমার মায়ের ছবি ব্যবহার করিনি। তার কারণ, সে সময় আমার মা সদ্য মারা গিয়েছিলেন। আমি নিশ্চিত এবারে এই কেন্দ্রে আমার ১০০ শতাংশ জয় আসবেই।’
২০১৪ সালের ১৭ জানুয়ারি ৮২ বছর বয়সে মারা যান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।