ভোট চাইতে গিয়ে ‘নাগিন ড্যান্স’ দিলেন মন্ত্রী

নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট চাইতে বের হয়েছিলেন মন্ত্রী। পথে শুরু হলো একসময়ের জনপ্রিয় হিন্দি ছবি ‘নাগিন’ ছবির গান। আর তা শুনেই মন্ত্রী শুরু করলেন নাচ; যাকে ‘নাগিন ড্যান্স’ হিসেবেই সবাই চেনে।
ভারতের কর্ণাটকের প্রাদেশিক সরকারের আবাসনবিষয়ক মন্ত্রী এমটিবি নাগরাজ ওই কাজটি করেছেন। তিনি কংগ্রেসের নেতা। গত মঙ্গলবার কর্ণাটকের চিক্কাবল্লাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী ভিরাপ্পা মোঈলির হয়ে প্রচারে অংশ নেন তিনি। তারপরই রাস্তায় দেন ‘নাগিন ড্যান্স’। ১৮ ও ২৩ এপ্রিল দুই দফায় কর্ণাটকে ভোট গ্রহণ হবে।
মন্ত্রীর ওই ‘নাগিন ড্যান্সে’র ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। মন্ত্রী এমটিবি নাগরাজের বয়স এখন ৬৭। তাতে কি! বয়সকে হার মানিয়ে নেতাকর্মীদের নিয়ে নেচেছেন তিনি।
বেঙ্গালুরু থেকে ২৭ কিলোমিটার দূরে একটি এলাকায় প্রচারে যান এমটিবি নাগরাজ। সেখানে তিনি ভোট চাইতে যান দলবল নিয়ে। পথে হঠাৎই শুরু হয়ে যায় ‘নাগিন’ ছবির সেই গান। ব্যস! শুরু হয়ে গেল মন্ত্রীর নাচ। দুই হাত ওপরে দিয়ে সাপের মতো ভঙ্গি করে নাচতে থাকেন তিনি। তাঁকে দেখে তাঁর কর্মী-সমর্থকরাও নাচতে থাকেন। প্রায় ১০ মিনিট চলে ওই নাচ।
ভারতে এমটিবি নামে পরিচিত কংগ্রেসের ওই নেতা দেশটির শীর্ষ রাজনীতিবিদদের একজন। তাঁর সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা!
#WATCH Karnataka Housing Minister MTB Nagraj dances with a group of people while campaigning in Hoskote. #LokSabhaElections2019 pic.twitter.com/InQmOuLOis
— ANI (@ANI) April 10, 2019