ইভিএম ছুড়ে ফেলে গ্রেপ্তার হলেন প্রার্থী

ভারতে আজ থেকে শুরু হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচন। ১৮টি রাজ্যের ৯১টি আসনে চলছে প্রথম ধাপের এই ভোট গ্রহণ পর্ব। ৪০ দিনব্যাপী মোট সাত পর্বে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হবে। এ ছাড়া আজ চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণও চলছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, ভোট গ্রহণ তুলনামূলক শান্তিপূর্ণভাবে চললেও অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে বেশ কিছু নির্বাচনী বিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিধানসভার এক প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
লক্সভা নির্বাচনের প্রথম ধাপের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল থেকে অন্ধ্রপ্রদেশের ২৫টি আসনে ভোট গ্রহণ শুরু হয়। এরই মাঝে রাজ্যের অনন্তপুরে গুন্তাকাল লোকসভার একটি বুথে ইভিএম ভাঙচুরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আজ স্থানীয় বিধানসভার জনসেনা পার্টির প্রার্থী মধুসূদন গুপ্তা ভোটকেন্দ্রে পৌঁছলে বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এরই জের ধরে একপর্যায়ে কেন্দ্রের ইভিএম মেশিন মাটিতে ছুড়ে ফেলেন মধুসূদন। এর পরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আরেক রাজ্য পশ্চিমবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও নির্বাচন ঘিরে বেশ কিছু সহিংসতার খবর পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা যায়, আজ ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই কোচবিহারের দিনহাটা মহকুমার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের রসমন্ডা স্কুলে তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক বিজেপিকর্মীর মাথা ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে।
এর আগে গতকাল বুধবার রাতে ভোট ঘিরে কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ওপর হামলা হয়। তার জের ধরেই আজ সকাল থেকে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ছাড়া জেলার গীতালদহে বুথ থেকে জোর করে বিজেপি এজেন্টকে বের করে দিতে চেষ্টা করার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অভিযোগ, দিনহাটার একাধিক বুথ থেকে বিজেপির এজেন্টদের বের করে দিয়েছে তৃণমূল।
অন্যদিকে আলিপুরদুয়ারের বেশ কয়েকটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
এদিকে তৃণমূলের পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। এদিন ভোট গ্রহণ শুরুর পরপরই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ তোলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকেই একের পর এক ইভিএম মেশিন বিকল হতে শুরু করেছে। বিজেপি ইভিএমের মাধ্যমে কারচুপি করছে বলেও অভিযোগ তোলেন তিনি। এ ছাড়া কেন্দ্রীয় বাহিনী ও সীমান্তসেনা বিএসএফের জওয়ানরা বুথের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন বলেও অভিযোগ করেন মন্ত্রী।
তবে নানা জায়গায় নির্বাচনী বিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগ উঠলেও সেগুলোকে বিক্ষিপ্ত ঘটনা হিসেবে উল্লেখ করে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন জানায়, ভোট চলছে শান্তিপূর্ণভাবেই। এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে।
অন্যদিকে মাত্র দুদিন আগে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়কসহ কয়েকজন নিহত হওয়ার পরও ছত্তিশগড়ের বস্তার কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রায় ৯০ কোটি ভোটার অংশগ্রহণ করবেন, যা গতবারের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি।