‘ভোট না দিলে অভিশাপ দেবো’

তাঁকে ভোট দিতে হবে। না দিলে অভিশাপ দেবেন তিনি। প্রার্থীর নাম সাক্ষী মহারাজ। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে উত্তর প্রদেশের উন্নাও কেন্দ্র থেকে লড়ছেন তিনি। ভোটে দাঁড়িয়ে এভাবেই বললেন তিনি।
এর আগেও বিভিন্ন কারণে বিতর্কিত ছিলেন সাক্ষী মহারাজ। তবে এবার সব বিতর্ককে ছাপিয়ে গেছেন বিজেপির এই নেতা। ভোটের প্রচারে গিয়ে তিনি ভোটারদের বলছেন, ‘আমি দরজায় দরজায় ঘুরে ভোট চাইছি। আমাকে ভোট না দিলে আমি ভোটারদের অভিশাপ দেবো এবং আমার সেই অভিশাপের জোরে ভোটারদের সব সুখ কেড়ে নেব।’
হিন্দু ধর্মগ্রন্থ পুরাণের কথা বলে সাক্ষী মহারাজ ভোটারদের অভিশাপ দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো।
সাক্ষীর এসব মন্তব্যের পর বিরোধী দলগুলোর দাবি, সাক্ষী মহারাজ নিজে সাধু হওয়ায় শাপ-শাপান্তের ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বিজেপি নেতার বিরুদ্ধে আরো অভিযোগ, তিনি বলে বেড়াচ্ছেন, তাঁকে ভোট না দিলে তিনি ভোটারদের অভিশাপ দেবেন। এবং সেই অভিশাপের ফলে ভোটারদের জীবনে খারাপ প্রভাব পড়বে।
যদিও সাক্ষী মহারাজের এসব ব্যাপারে তাঁর দল বিজেপি এখন পর্যন্ত মুখ খোলেনি।