ভোট দেওয়ার ডাক দেন অথচ নিজেই ভোটার নন!

ভারতের কর্নাটক রাজ্যের নির্বাচন কমিশনের ‘ব্রান্ড অ্যাম্বাসাডার’ তিনি। মানুষকে ভোটমুখী করতে তিনিই প্রচারের মুখ। কর্নাটক রাজ্যে নির্বাচন কমিশনের পোস্টারে আছে তাঁর মুখ। অথচ ভোটার তালিকায় নামই নেই তাঁর। তিনি ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক রাহুল দ্রাবিড়!
গত বছর কর্নাটক রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় ওই দায়িত্ব পান রাহুল দ্রাবিঢ়। বর্তমানে দেশটিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরইমধ্যে প্রথম দফা ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
দেশটির নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্রিকেট জগতে ‘মিস্টার ডিপেনডেবল’ বলে পরিচিত রাহুল দ্রাবিড় আগে থাকতেন বেঙ্গালুরুর ইন্দিরানগরে। সেখানেই তাঁর পৈত্রিক বাড়ি। যেটি ব্যাঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের আওতাধীন। বর্তমানে রাহুল দ্রাবিড় পাকাপাকিভাবে বসবাস করেন ব্যাঙ্গালুরু নর্থ কেন্দ্রের মালেশ্বরম এলাকায়। তিনি বাড়ি বদলানোর কয়েকদিনের মধ্যেই পুরানো ঠিকানা থেকে রাহুল দ্রাবিড়ের নাম ভোটার তালিকায় বাদ দিতে নির্বাচন কমিশনের সাত নম্বর ফর্ম জমা দেন তাঁর ভাই বিজয় দ্রাবিড়। এরপর ভারতের সাবেক অধিনায়কের নাম ভোটার তালিকা থেকে কেটে দেয় নির্বাচন কমিশন।
ভারতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে গেলে ফের নির্বাচন কমিশনের ৬ নম্বর ফর্ম জমা দিতে হয়। কিন্তু রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে সেই ফর্ম আর জমা পড়েনি বলে দাবি করেছে নির্বাচন কমিশন।
বর্তমানে রাহুল দ্রাবিড় যেখানকার স্থায়ী বাসিন্দা সেই ব্যাঙ্গালুরু নর্থ কেন্দ্রের মাথিকেড় মহকুমা সূত্রে জানা যায়, বিষয়টি খেয়াল করার পর নির্বাচন কমিশনের কর্মকর্তারা একাধিকবার তাঁর নতুন ঠিকানার বাড়িতে যান। উদ্দেশ্য ভোটার তালিকায় নাম তোলা। কিন্তু প্রতিবারই তাঁদের জানানো হয়, রাহুল দ্রাবিড় বাড়িতে নেই। ফলে শেষমেশ আর ভোটার তালিকায় নাম তোলা হয়নি ক্রিকেট তারকা রাহুলের।