বিজেপিকে সমর্থন জানিয়ে জাদেজার টুইট, মোদির জবাব

ভারতের চলমান লোকসভা নির্বাচনের মধ্যে ক্ষমতাসীন বিজেপির প্রতি সমর্থন জানিয়েছেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। টুইটারে ‘আমি বিজেপিকে সমর্থন করি, জয় হিন্দ’ লিখে সমর্থনের কথা জানান তিনি। সাত ধাপের জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট হয় ১১ এপ্রিল।
দ্বিতীয় ধাপের ভোটের আগ মুহূর্তে মঙ্গলবার অভিনেতা কবির বেদি ও রনভির শোরে এবং ক্রিকেটার জাদেজার টুইটের জবাবে টুইট পোস্ট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটে ভারতের হয়ে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড সফরের সুযোগ পাওয়ায় জাদেজাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জাদেজার বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার আশঙ্কার কথা উঠেছিল গণমাধ্যমে। তবে অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে সোমবার বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তাতে জায়গা পেয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।