ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ নিয়ে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রধান বিচারপতির সাবেক একজন সহকর্মী শুক্রবার তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।
৩৪ বছর বয়সী ওই নারী অভিযোগনামায় বলেছেন, গত বছরের অক্টোবরে প্রধান বিচারপতি তাঁর রাষ্ট্রীয় বাসভবনে দুইবার যৌন নিপীড়ন চালান। তিনি জোর করে আমার কোমর চেপে ধরে আমার সারা শরীর স্পর্শ করেন। আমাকে কোনোভাবেই সেখান থেকে সরে আসতে দেননি।
ওই নারী ভারতীয় প্রধান বিচারপতির বাসভবনে নিযুক্ত ছিলেন। যৌন নিপীড়নের প্রতিবাদ করায় তাঁর চাকরিও চলে যায় বলে দাবি করেছেন ওই নারী। তাঁর পরিবারকেও নানাভাবে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে একে ‘অবিশ্বাস্য’ বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। জ্যেষ্ঠ এই ভারতীয় বিচারপতির দাবি, এ অভিযোগের নেপথ্যে রয়েছে কোনো ষড়যন্ত্র।
শনিবার বিশেষ আদালত আহ্বান করে বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘জল বহুদূর গড়িয়েছে। বিচার বিভাগকে বলির পাঠা হতে দেওয়া হবে না।’
এ বছরের নভেম্বরে অবসরে যাওয়ার কথা রয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর।