মোদির নামে এখন জুতা বানানো বাকি : মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে ৪২ আসনের ৪২টিই পাবে তৃণমূল।
লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ভোটের আগে ভারতের পশ্চিমবঙ্গে এসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ হুমকি দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ২৩ মে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর টের পাবেন তৃণমূলনেত্রী মমতা।
শনিবার পশ্চিমবঙ্গের বালুরঘাট আসনের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কটাক্ষ করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদির নামে জ্যাকেট আর সিনেমা আগেই তৈরি করা হয়েছে। তাঁর নামে এখন শুধু জুতা বানানোই বাকি।
এছাড়া মোদিকে চ্যালেঞ্জ দিয়ে মমতা বলেছেন, পশ্চিমবঙ্গে ৪২-আসনের ৪২টিই পাবে তৃণমূল, গো-হারা হারবে বিজেপি।
অন্যদিকে তৃতীয় দফার ভোটে কোনো বুথেই লাঠিধারী পুলিশ থাকবে না, বরং ৯০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভারতীয় নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। এছাড়া শনিবার কমিশনের মুখ্য সচিব নরেন্দ্র বুটোলিয়াকে লেখা চিঠিতে দিল্লির মুখ্য নির্বাচনী কর্মকর্তা অভিযোগ করেন, মোদির নামে চলতি মাসে শুরু হওয়া এরোস নাও ওয়েবসাইটটি অনুমতি না নিয়েই চালানো হচ্ছে। এরপরই নরেন্দ্র মোদিকে নিয়ে বানানো ওয়েবসাইটটি বন্ধের নির্দেশ দেয় কমিশন।