পাক-ইরান সীমান্তে ‘যৌথ বাহিনী’ তৈরির ঘোষণা

পরস্পরের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি ইরান-পাকিস্তানের ৯৫৯ কিলোমিটার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জয়েন্ট র্যাপিড রিঅ্যাকশন ফোর্স তৈরির ঘোষণা দিয়েছে পাকিস্তান ও ইরান।
সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে একসঙ্গে কাজের অংশ হিসেবে এ ঘোষণা দেয় দেশ দুটি। তেহরান সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই যৌথ ঘোষণা আসে।
সোমবার বৈঠক শেষে দুই দেশের নেতা তেহরান ও ইসলামাবাদ যৌথভাবে যৌথসীমান্তে সন্ত্রাস মোকাবিলা করবে বলে ঘোষণা দেন।
সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে হামলা ও হতাহতের ঘটনা নিয়েও দুই নেতা আলোচনা করেন। এ সময় ইরান-পাকিস্তানের ৯৫৯ কিলোমিটার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জয়েন্ট র্যাপিড রিঅ্যাকশন ফোর্স তৈরির ঘোষণাও দেন দুই নেতা।
ইমরান খান বলেন, পাকিস্তানের মাটি থেকে তিনি জঙ্গিদের উৎখাত করবেন।
উভয়পক্ষই বেশ কিছুদিন ধরে পরস্পরের মধ্যে বাণিজ্য সম্পর্ক ব্যাপকমাত্রায় বৃদ্ধির কথা বলে আসছে। তারই প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে পাক প্রধানমন্ত্রীর এই ইরান সফরকে। শনিবার ইরান জানায়, তারা পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ১০ গুণ বাড়াতে চায়। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে পাকিস্তান।