বিজেপিতে যোগ দিলেন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব

সোমবার নয়াদিল্লির বিজেপি কার্যালয়ে গিয়ে দলটিতে যোগ দেন জাভেদ হাবিব। ছবি : সংগৃহীত
বিশ্বখ্যাত ভারতীয় হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন।
‘আজকের আগ পর্যন্ত আমি শুধু চুলের চৌকিদার ছিলাম, এখন আমি দেশের চৌকিদারও হয়ে গেলাম।’ সোমবার নয়াদিল্লিতে বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর একথা বলেন জাভেদ হাবিব। খবর : ইন্ডিয়া টুডের।
জাভেদ আরো বলেন, গত পাঁচ বছরে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী থাকাকালে কী পরিমাণ উন্নয়ন হয়েছে তা আমি নিজ চোখে দেখেছি। আমি মনে করি, নিজের অতীত নিয়ে কারোরই সংকোচ করার কোনো কারণ নেই, যেখানে দেশের প্রধানমন্ত্রী একসময় চাওয়ালা ছিলেন। তাহলে আমাকে যখন ‘নাপিত’ বলা হয়, তখন আমার লজ্জিত হওয়ার কারণ থাকতে পারে না।
ভারতজুড়ে এই বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্টের ৫৫০টি উন্নত মানের সেলুন রয়েছে। বিদেশের মাটিতেও আছে তিনটি শাখা।