বাংলার জনগণ মোদিকে এবার রসগোল্লা খাওয়াবে : মমতা

বলিউড তারকা অক্ষয় কুমারকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে তাঁকে মিষ্টি পাঠাতেন। এরই প্রতিক্রিয়া মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘বাংলার জনগণ মোদিকে রসগোল্লা মানে শূন্য খাওয়াবে।’
আজ বুধবার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির ওই মন্তব্যের জবাব দিলেন। মমতা বলেন, ‘মোদি সরকারকে এবার রসগোল্লা খাওয়ানো হবে। এবারে বাংলার জনগণ মোদিকে রসগোল্লা খাওয়াবেন।’
মমতা বলেন, ‘এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, বিহার ও অন্ধ্রপ্রদেশ থেকে হারতে চলেছে মোদির দল বিজেপি। পাশাপাশি বাংলা থেকে এবার তারা রসগোল্লা মানে শূন্য পাবে।’ মমতা বলেন, ‘পূজা বা উৎসব এলে বাংলা যেমন অতিথি আপ্যায়ন করে, তেমনি এবারের ভোট উৎসবে বিজেপিকে রসগোল্লা খাওয়ানো হবে।’
মমতা আরো বলেন, ‘বিজেপি সরকার এনআরসির নামে বাঙালি হঠাও অভিযান করছে।’
একই দিনে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে ইপর একটি সভা থেকে বিজেপিকে চরম বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এবারে গোটা দেশেই বিজেপি গো হারা হারবে সেটা বুঝতে পেরেই বাংলায় উঁকি ঝুঁকি মারছে। বাংলাই এবারে দিল্লিতে সরকার গড়তে মুখ্য ভূমিকা নেবে বলেও দাবি করেন মমতা।