তিনি প্রয়াত বাদশাহর পুত্র!
যৌন হয়রানি করার অভিযোগে গত মাসে সৌদি আরবের এক যুবরাজকে আটক করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস পুলিশ। সোমবার ওই যুবরাজের পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, পুলিশ ওই যুবরাজের সম্পূর্ণ পরিচয়সহ বিভিন্ন বিষয় প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, ওই যুবরাজের নাম মাজেদ মাজেদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ। তাঁর বয়স ২৯ বছর। গত জানুয়ারি মাসে মারা যাওয়া সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের সন্তান তিনি।
গত ২৪ সেপ্টেম্বর ওই যুবরাজকে আটকের ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেসের পুলিশের কাছে তিন লাখ ডলার মুচলেকা দিয়ে পরের দিন ছাড়া পান ওই যুবরাজ।
দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মাজেদ আবদুল আজিজ যে বিশাল বাড়িতে অবস্থান করছেন, সেই বাড়ি থেকে নারীর চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। পরে প্রতিবেশীরা দেখেন, একজন রক্তাক্ত নারী দেয়াল পার হওয়ার চেষ্টা করছেন।
সৌদি যুবরাজকে সোমবার আদালতে হাজির করানোর কথা ছিল। মেইল অনলাইন জানিয়েছে, প্রাথমিক শুনানির জন্য আদালতে হাজির করার কথা থাকলেও অভিযোগটি অন্য খাতে নেওয়া হয়েছে। ওই যুবরাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও তা প্রত্যাহার করা হয়েছে। ওই অভিযোগ প্রমাণিত হলে যুবরাজের চার বছরের সাজা হতে পারত। তবে এখন খারাপ ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে যুবরাজের বিরুদ্ধে। যার সাজা হতে পারে এক বছর।