বিজেপি প্রার্থীর গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কা

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বনগাঁও আসনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ির ধাক্কায় তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। এতে গুরুতর আহত হয়ে দুই সহযোগীসহ হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। শনিবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
শান্তনুকে হত্যায় ষড়যন্ত্র করে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ওই বিজেপি নেতার মা ছবিরানী ঠাকুর। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আমার ছেলের গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। কোত্থেকে পুলিশের গাড়ি এসে ধাক্কা মারল। আমরা এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই।’
একটি নির্বাচনী শোভাযাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন শান্তনু। ওই শোভাযাত্রায় ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়ভার্গিয়ার ভাষণ দেওয়ার কথা ছিল।
শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রধান। পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সম্প্রদায় মতুয়ার নেতা হিসেবে শান্তনু বেশ প্রভাবশালী। ‘বড় মা’ হিসেবে পরিচিত মতুয়া সম্প্রদায়ের কিংবদন্তি নারী বিনাপানি দেবীর নাতি শান্তনু।
আগামী সোমবার পঞ্চম ধাপে বনগাঁও আসনে লোকসভা নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে। সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনে এরই মধ্যে চতুর্থ দফায় ভোট হয়েছে। সবশেষে ২৩ মে ফল ঘোষণার কথা রয়েছে।