ভারতীয় গানের সঙ্গে নাচলেন কানাডার প্রধানমন্ত্রী

জনতার নেতা হিসেবে সুখ্যাতি আছে কানাডার নবনিযুক্ত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ লোকজনের সঙ্গে মিশে সেটা প্রমাণ করেছেন অনেকবার। এবার ভারতীয় গানের সঙ্গে নেচে নিজের সাবলীল অভিব্যক্তির প্রকাশ করলেন আরেকবার।
২০ অক্টোবর ইউটিউবে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কানাডার মন্ট্রিলে ইন্ডিয়া-কানাডা অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে নাচছেন ৪৩ বছর বয়সী ট্রুডো। তাঁর পরনে কুর্তা, পায়জামা ও ওড়না।
একটি মেঝেতে ভারতীয় গানের সঙ্গে এক মিনিটের বেশি সময় ধরে পাঞ্জাবি স্টাইলে নাচেন তিনি। পুরো সময়টাতে বেশ উচ্ছ্বল দেখা যায় তাঁকে। সেই নাচ দেখে আরো লোকজন যোগ দেন তাঁর সঙ্গে।
বয়সের দিক থেকে কানাডার দ্বিতীয় তরুণ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ১৯ অক্টোবর নির্বাচনে জয়ী হওয়ার পরের দিন মন্ট্রিলের পাতাল রেলে যাত্রীদের সঙ্গে করমর্দন করেন ও সেলফি তোলেন তিনি।
কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন। তাঁর বাবা পিয়েরে ১৯৬৮ থেকে ১৯৭৯ এবং ১৯৮০ থেকে ১৯৮৪ সময়কালে কানাডার প্রধানমন্ত্রী ছিলেন।