মমতা দিদি মানসিক ভারসাম্য হারিয়েছেন : মোদি

তৃণমূল এবার পশ্চিমবঙ্গ থেকে মাত্র ১০টা আসন পাবে, মমতা দিদির অহংকার ভেঙে যাবে। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির বিপুল জনসমাগম দেখে মমতা দিদি চিন্তা করতে করতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
আজ সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সভায় এভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেন, এবার পশ্চিমবঙ্গ থেকে মমতা দিদির বিদায় নিশ্চিত। পশ্চিমবঙ্গের চারদিকে ব্যাপক হিংসা সত্ত্বেও সাধারণ মানুষ নিজেদের ভোট দিতে ভোটকেন্দ্রে যাচ্ছেন। এটাই পশ্চিমবঙ্গে পরিবর্তনের ইঙ্গিত।
মোদি এদিন অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিচ্ছু নেই। তৃণমূলের এজেন্ট ও গুন্ডাদের দিয়ে রাজ্যে গুন্ডাগিরি চলছে। তিনি দাবি করেন, মমতা দিদি পশ্চিমবঙ্গের গরিব মানুষদের আয়ুষ্মান ভারতে প্রকল্প থেকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি মমতার উদ্দেশে প্রশ্ন তোলেন, আপনি কি গরিবদের ঘৃণা করেন?
মোদি বলেন, ভগবান রামচন্দ্র আমাদের অনুপ্রেরণা। ভগবান রাম শিরায় শিরায় আছেন, সংস্কারে আছেন। সেই ভগবান রাম ও হিন্দু ধর্মগ্রন্থ পুরাণ মহাকাব্যেরও অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।