ফণীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১ কোটি রুপি দিলেন অক্ষয়

প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ভারতের ওডিশায় অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটে। এর তাণ্ডবে রাজ্যটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুই দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টির কবলে পড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে রাজ্য সরকার। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
হিন্দুস্তান টাইমসের খবর মতে, ওডিশার মুখ্যমন্ত্রীর ত্রাণ ভান্ডারে ১ কোটি রুপি অনুদান পাঠিয়েছেন অক্ষয়।
পত্রিকাটির খবরে বলা হয়, অক্ষয়ের দানের ঘটনা নতুন নয়। এ ছাড়াও ভারতীয় সেনাবাহিনীর জন্য তাঁর ‘ভারত কে বীর’ কর্মসূচি অথবা কেরালা ও চেন্নাইয়ের বন্যায় বড় অঙ্কের অর্থ অনুদানের ঘটনা আলোচিত হয়।
গত শুক্রবার ভারতের ওডিশায় আঘাত হানে বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় ফণী। এরপর কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশেও আঘাত হানে ঘূর্ণিঝড়টি। বহু হতাহতের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয় বাংলাদেশি কৃষকদের।
ফণী’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভারতের কেন্দ্রীয় সরকার ওডিশাকে ৩৮১ কোটি রুপি বরাদ্দ দেয়। এর পরে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরো এক হাজার কোটি রুপি দেওয়ার ঘোষণা দেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী নবীণ পাটনায়েক অবশ্য ১৭ হাজার কোটি রুপি প্রয়োজন বলে জানিয়েছিলেন।