পশ্চিমবঙ্গে বাড়লেও সারা দেশে কমেছে ভোটের হার

ভারতের চলমান সপ্তদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রত্যেক দফায় ভোটারদের ভোট প্রদানের হার বৃদ্ধি পেলেও অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তা হ্রাস পেয়েছে। ভোটের এই হার কমে যাওয়াকে ক্ষমতাসীন বিজেপির জন্য দুশ্চিন্তার বলে মনে করছে রাজনৈতিক মহল।
চলমান এ নির্বাচনকে ঘিরে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাগরিকদের ভোট প্রদানে নানাভাবে উদ্বুদ্ধ করার চেষ্টার পরও দেখা গেছে, ষষ্ঠ দফায় সার্বিক বিবেচনায় ভোটদানের হার ৬২ শতাংশের নিচে। প্রথম দুই দফায় এ হার ৭০ শতাংশের কাছাকাছি থাকলেও শেষ চার দফায় তা সীমাবদ্ধ থেকেছে ৬০ থেকে ৬৩ শতাংশের মধ্যে।
ষষ্ঠ দফায় নির্বাচনাধীন সাতটি রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যে ভোটদানের হার নেমে যথাক্রমে ৫৩.৩৭ শতাংশ ও ৫৯.২৯ শতাংশ। এমনকি ভোটের হার কমেছে রাজধানী দিল্লিতেও। সেখানে এ হার ছিল ৫৬.১১ শতাংশ।
অন্যদিকে হরিয়ানা রাজ্যে ভোট পড়েছে ৬২.৯৭ শতাংশ। এ ছাড়া ঝাড়খন্ডে ৬৪.৪৬ শতাংশ ও মধ্যপ্রদেশে ৬০.৪০ শতাংশ ভোট পড়েছে।
এদিকে, এ দফায় পশ্চিমবঙ্গে ভোট প্রদানের হার ৮০.১৬ শতাংশ। প্রত্যেক দফায় ভোটদানের হার বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের এ ভোট বৃদ্ধির হার তৃণমূলের জন্য উদ্বেগের। কিন্তু তা বিজেপি শিবিরে অনেকটাই স্বস্তির।