৩ বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল কাশ্মীর

তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত বুধবার তিন বছর বয়সী ওই কন্যা শিশুটিকে মিষ্টির লোভ দেখিয়ে ত্রাইগাম গ্রামের দূরবর্তী একটি চত্বরে নিয়ে ধর্ষণ করে তাহির আহমেদ মীর নামের এক ব্যক্তি।
ঘটনা জানাজানি হলে শিশুটির পরিবার অভিযোগ জানালে অভিযুক্তকে আটক করে পুলিশ।
কিন্তু অভিযুক্ত ব্যক্তি নিজেকে অপ্রাপ্তবয়স্ক প্রমাণ করতে একটি বেসরকারি স্কুলের সার্টিফিকেট উপস্থাপন করলে বিতর্ক শুরু হয়।
সোমবার বিক্ষোভকারীদের একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখার সুযোগ নেই। এবার দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত হতেই হবে।’
মুত্তাহিদা মজলিস-ই-উলেমার নেতা মাওলানা মাসুর আব্বাসের ডাকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে বিক্ষোভ করেন সেখানকার বাসিন্দারা। সব দোকানপাট, স্কুলকলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল ওই দিন।
সোমবার এই ঘটনায় বিক্ষোভ করে কাশ্মীরের মানুষ। অভিযুক্তকে শাস্তি এবং সার্টিফিকেট দেওয়া স্কুলটি বন্ধের দাবি তুলে তারা। ওই দিন বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।