অবশেষে রাজীব গান্ধীকে স্মরণ করলেন মোদি

অবশেষে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে স্মরণ করলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজীব গান্ধীর ২৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
১৯৯১ সালের ২১ মে চেন্নাইয়ের কাছাকাছি একটি এলাকায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন কংগ্রেস নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে টুইটারে এক লাইন লিখে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মোদি। সংবাদমাধ্যম ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’ ওই তথ্য জানায়। মোদি লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা।’
চলতি লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ। আগামী ২৩ মে জানা যাবে ফল। মোদি ওই নির্বাচনের প্রচারে কংগ্রেসসহ তাঁর বিরোধীদের তুমুল সমালোচনা করেন। ওই সমালোচনার মিছিলে বাদ পড়েননি কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীও। উত্তরপ্রদেশে আয়োজিত এক জনসভায় মোদি কংগ্রেস সভাপতি রাহুলের উদ্দেশে বলেন, ‘তোমার বাবা (রাজীব গান্ধী) তাঁর তোষামোদকারীদের কাছে ছিলেন মি. ক্লিন। কিন্তু তিনি ছিলেন ভ্রষ্টাচারী নাম্বার ওয়ান।’
মোদির ওই বক্তব্য ব্যাপক সমালোচিত হয় ভারতের রাজনীতিক মহলে।
১৯৮৪ সালে মাত্র ৪০ বছর বয়সে ভারতের প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। এর আগে তাঁর মা ইন্দিরা গান্ধী ছিলেন দেশটির প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী নিহত হলে দলের ও দেশের দায়িত্ব নেন রাজীব গান্ধী। ১৯৯১ সালে লোকসভা নির্বাচনের প্রচারে তামিলনাড়ু যান রাজীব গান্ধী। সেখানেই আত্মঘাতী বোমা হামলায় নিহত হন তিনি।