‘মোদিজী’কে অভিনন্দন জানালেন বিরাট কোহলি

ভারতে শেষ দফার নির্বাচনের আগে প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদি বলেছিলেন ‘তিনশোরও বেশি আসন পেয়ে আবারও সরকার গড়বে বিজেপি’। মোদির সেই কথাই ফলে গেল। ট্রেন্ড অনুযায়ী তিনশোরও বেশি আসনেই এবার জিতছে এনডিএ। ইতিমধ্যেই তাঁকে জয়ের অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কা, ইজরায়েলের প্রধানমন্ত্রীরা।
তবে মোদির এই বিশাল জয়ে অভিনন্দন জানাতে ভুল করেননি ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। কোহলি, ২০১৯ বিশ্বকাপ খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় অভিনন্দন জানান।
টুইট বার্তায় বিরাট কোহলি বলেন, ‘নরেন্দ্র মোদিজীকে অভিনন্দন। আমরা বিশ্বাস করি আপনার স্বপ্ন বাস্তবায়ন করে ভারত সফলতার সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হবে। জয় হিন্দ।’