ফকিরের ঝোলা ভর্তি করেছে ভারতের জনগণ : মোদি

‘১৩০ কোটি ভারতীয়কে প্রণাম। সারা দেশ ফকিরের ঝোলা ভরে দিয়েছে। বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে।’ জয়ের পর এভাবেই প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘এটা দেশের মানুষের রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ। তীব্র গরমেও এত বেশি ভোট পড়েছে। গণতন্ত্র রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। নির্বাচন কমিশন খুব ভালভাবে কাজ করেছে। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর কৃষ্ণ বলেছিলেন আমি কারও পক্ষে লড়িনি, হস্তিনাপুরের পক্ষে লড়েছি। ভারতের জনগণ সেই কাজটাই করেছে। এই ভোটে দেশের জনতা লড়েছে, দল বা নেতা লড়েনি। এই নির্বাচনে কেউ জিতলে সেটা গণতন্ত্র, সেটা ভারতের জয়। আমরা জনতার উদ্দেশে জয় উৎসর্গ করছি,’ বলেন মোদি।
তিনি আরও বলেন, ‘বিজেপি সংবিধানে বিশ্বাস করে তাই যেখানে অন্য দল জিতেছে সেখানেও উন্নয়নের কাজ হবে। কোটি কোটি বিজেপি কর্মীকে ধন্যবাদ। বিজেপি একটা সময় দুজন সাংসদের দল ছিল তখনও আমরা আদর্শ থেকে সরিনি। আজ দ্বিতীয় বার জিতেও আমরা আদর্শ থেকে সরব না। এই জয়ের পর ভারতের রাজনৈতিক পণ্ডিতদের নতুন ভাবে ভাবতে হবে। এই বিজয় আত্মসম্মানের জয়। এবার কোনও দল ধর্মনিরপেক্ষতার কথা বলে মানুষকে ভুল বোঝার চেষ্টা করেনি। এই জয় অসংগঠিত শ্রমিকের জয়।’
ভাষণের একদম শেষ দিকে মোদি আরও বলেন, ‘আমি দেশের নাগরিকদের বলতে চাই আপনারা জেনে রাখুন আমি কোনও অন্যায় কাজ করবো না। কাজ করতে গেলে ভুল হয় কিন্তু জেনে শুনে কোনও অন্যায় করব না।’