ভারতে গরুর মাংস বহন করায় মুসলিম দম্পতিসহ চারজনকে মারধর

ভারতের মুসলিমদের ওপর আবার গোরক্ষকদের তৎপরতা বেড়েছে। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের সিওনি। গরুর মাংস বহন করে নিয়ে যাওয়ার সময় এক মুসলিম দম্পতিসহ চারজনকে বেধরক মারধর করেছে কয়েকজন যুবক।
একজন প্রত্যক্ষদর্শী ওই মারধরের ঘটনাটি মুঠোফোনে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
আর সেই ভিডিওটি এরই মধ্যে বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক নারী ও তিনজন পুরুষকে বেধরক মারধর করছেন কয়েকজন যুবক। তাদের ‘জয় শ্রীরাম’ বলতেও শোনা যাচ্ছে। ভিডিওতে স্পষ্ট ধরা পড়ে, নারীকে জুতা দিয়ে পেটানো হচ্ছে। তিন যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এনডিটিভির খবর অনুসারে, স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভিডিওটি চার দিন আগে রেকর্ড করা এবং এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় আদালত তাদের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, এই ঘটনায় আরো একজন জড়িত আছে। তাকে খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। এই ঘটনায় জড়িত এক যুবকের নাম শুভম সিং। তাঁর ফেসবুক অ্যাকাউন্টেই প্রথম ভিডিওটি পোস্ট হয়। ফেসবুকে তিনি ‘রাম সেনা’ নামের একটি সংগঠনের সদস্য।