রাহুল গান্ধীর পদত্যাগ গ্রহণ করেনি কংগ্রেস

নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করতে চাইলেও, ভারতের শতাব্দী প্রাচীন দলটির নির্বাচন পরবর্তী বৈঠকে তা গ্রহণ করা হয়নি।
ভারতের একদিকে যখন চলছে নতুন সরকার গঠনের তোড়জোড়, অন্যদিকে পরাজয়ের কারণ খুঁজতে চলছে পরাজিত দলগুলোর বৈঠক।
লোকসভা নির্বাচনে ভারতের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের শতভাগ দায় নিজের ঘাড়েই নিয়েছিলেন দলটির প্রধান রাহুল গান্ধী। সেটা করেছিলেন বৃহস্পতিবার ফল প্রকাশের দিনেই। তারপর, দল থেকে ইস্তফা দিতে পারেন রাহুল- সেই গুঞ্জনই চলতে থাকে। তাই, নির্বাচনে বিজেপির কাছে টানা দ্বিতীয়বার পরাজয়ের কারণ খুঁজতে দলটির কার্যনির্বাহী কমিটির শনিবারের বৈঠকেই ছিল সবার নজর।
আর সেই বৈঠক শেষে কংগ্রেসের মুখপাত্র জানালেন, কংগ্রেসের সভাপতি পদে আর থাকতে চান না রাহুল। দিয়েছেন পদত্যাগপত্র। কিন্তু ৫২ সদস্যের কার্যনির্বাহীর বৈঠকে তাঁর পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়নি। বরং সামনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যে ৪৮ বছর বয়সী রাহুলের নেতৃত্বই চায় কংগ্রেস।
তবে সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, পদত্যাগ প্রত্যাখ্যান হওয়ায় খুশি নন রাহুল। বরং সভাপতির পদ ছাড়তে অনঢ় অবস্থানেই তিনি। যদি শেষ পর্যন্ত রাহুল নাই থাকেন, তাহলে কে তাঁর বিকল্প- এখন এই দ্বন্দ্বেই আছে কংগ্রেস।
অন্যদিকে ভারতের জাতীয় নির্বাচনে বাঁধভাঙা জয়ের পর, চলছে নতুন সরকার গঠনের তোড়জোড়। ভেঙে দেওয়া হয়েছে মন্ত্রিসভা। আনুষ্ঠানিকভাবে, প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকেই নির্বাচিত করেছে জোট এনডিএ।