রোগীর পেটে ছুরি, একাধিক স্ক্রুড্রাইভার, চামচসহ নানান তৈজসপত্র!

পেটে ব্যথা হচ্ছে বলে হাসপাতালে নিয়ে আসা হয় ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে। এক্স-রে করানোর পর তাঁর রিপোর্ট দেখে তো চিকিৎসকদের চক্ষু চড়কগাছ। পেটের মধ্যে চামচ, দাঁত মাজার ব্রাশ, ছুরিসহ নানান জিনিসে ভর্তি!
ইন্ডিয়াগ্লিটজ জানাচ্ছে, ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশে। পেটের ভেতর থেকে ছুরির ধারালো মাথা বের হবে হবে এমনটা টের পেয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে রোগীর পেট স্ক্যান করে পাকস্থলীতে আটটি চামচ, দুটি টুথব্রাশ, দুটি স্ক্রুড্রাইভার, একটি ছুরি ও ছোট একটি ইস্পাতের পাত আছে দেখতে পান চিকিৎসকরা।
এ ধরনের ঘটনা খুবই বিরল উল্লেখ করে সরকারি হাসপাতালের একজন দায়িত্বরত চিকিৎসক বলেন, ‘পরিষ্কার দেখা যাচ্ছিল তাঁর পেট থেকে ছুরির কোনা বের হয়ে আছে। অস্ত্রোপচারের পর তাঁর পেট থেকে নানান জিনিস বেরোল। এসব আমরা কেবল এত দিন বইয়ে পড়েছিলাম, কখনো চোখে দেখিনি। তিনি মানসিকভাবে অসুস্থ।’
অস্ত্রোপচারের পর রোগী এখন সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানান।