রসায়নের কাছে গণিত পরাজিত হয়েছে : মোদি

‘সব হিসাব পাল্টে দিয়ে রসায়নের কাছে এবার গণিত পরাজিত হয়েছে। আপনারা পাশে ছিলেন বলেই জয় নিয়ে আমার আত্মবিশ্বাস ছিল।’ লোকসভা নির্বাচনে বড় জয়ের পর প্রথমবার নিজের লোকসভা কেন্দ্র বারানসীতে গিয়ে এ কথাই বললেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেন, ‘এই নির্বাচন প্রমাণ করেছে ভোটে অঙ্কের চেয়ে রসায়ন বেশি কাজ করে। প্রত্যেক বাড়িতে একজন করে মোদি কাজ করেছে এই ভোটে। আপনারা পাশে ছিলেন বলেই আমি জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম।’
মোদি আরো বলেন, ‘আমাদের দল বিজেপি কখনো ভোট ব্যাংকের রাজনীতি করেনি। শাসক বা বিরোধী কোনো অবস্থাতাতেই আমরা ভোট ব্যাংকের রাজনীতি করি না।’
এনডিটিভির খবর অনুসারে, সোমবার সকালে বারানসী যান নরেন্দ্র মোদি। এই বারানসী তাঁকে আবারও লোকসভায় যাওয়ার রাস্তা করে দিয়েছে। শুধু তাই নয় গতবারের চেয়ে এবার এক লাখ বেশি ভোট পেয়েছেন মোদি। আর তাই নির্বাচনের ফল প্রকাশের পরই তিনি জানিয়েছিলেন কাশীর বাসিন্দাদের ধন্যবাদ জানাতে যাবেন। সে মতোই আজকের সফর। তাঁর সঙ্গে আছেন বিজেপি সভাপতি অমিত শাহ। শহরে পৌঁছে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করেন তাঁরা।