মুসলিম সরকারি কর্মচারীদের ঈদ বোনাস বাড়াল মমতা সরকার

আসন্ন ঈদুল ফিতরের আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলিম সরকারি কর্মচারীদের জন্য এবার বোনাসের পরিমাণ বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্ন থেকে চার হাজার রুপি করে বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই নিয়ে মঙ্গলবার বিকেলে বিজ্ঞপ্তি জারি করা হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ৩০ হাজার রুপি পর্যন্ত যাদের বেতন তাঁরা চার হাজার রুপি বোনাস পাবে। গত বছর তারা তিন হাজার ৬০০ রুপি করে পেয়েছিল। আর ৩০ হাজার রুপির বেশি যাদের বেতন সেসব মুসলিম কর্মচারী ঈদের বাড়তি খরচের জন্য আট হাজার রুপি পর্যন্ত অগ্রিম বেতনের সুবিধা পাবেন।
সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে পোস্টাল ব্যালট গণনায় দেখে গেছে, পশ্চিমবঙ্গের সব জায়গাতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে ছিল বিজেপি। যার ফলে মনে করা হয়েছে, যেকোনো কারণেই হোক রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ। তাই তড়িঘড়ি গত সোমবারেই একদিকে যেমন রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে তেমনি মঙ্গলবার ঘোষণা করা হলো রাজ্যের মুসলিম সরকারি কর্মচারীদের জন্য গতবারের থেকে ৪০০ রুপি বাড়িয়ে বোনাস।