শপথের আগে প্রণব মুখার্জির আশীর্বাদ নিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে দেশটির সাবেক রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদি। এ সময় সাবেক রাষ্ট্রপতির কাছে আশীর্বাদ নেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার ভারতের দিল্লিতে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।
এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ সবসময়ই অনেক ভালো অভিজ্ঞতা। তাঁর জ্ঞান ও অন্তর্দৃষ্টি অতুলনীয়। তিনি একজন রাষ্ট্রনায়ক, যিনি আমাদের দেশে অভাবনীয় অবদান রেখেছেন। সাক্ষাতের সময় আমি তাঁর কাছে আশীর্বাদ চেয়েছি।’
প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) নেতৃত্ব দিয়ে জয় এনে দিয়েছেন নরেন্দ্র মোদি। আগামী ৩০ মে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেবেন মোদি। শপথ গ্রহণের আগে ভারতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।