মোদির শপথে যাওয়ার সিদ্ধান্ত বদলালেন মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক টুইটে এ কথা জানিয়েছেন তিনি।
এর আগে মঙ্গলবার নবান্ন থেকে বের হওয়ার সময় দিল্লিতে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান মমতা। বলেছিলেন, সাংবিধানিক সৌজন্য রক্ষা করতেই মোদির শপথে আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। কিন্তু ২৪ ঘণ্টা ঘুরতে না-ঘুরতেই বদলে ফেললেন সিদ্ধান্ত।
মমতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজনীতি ঢুকিয়ে এর গুরুত্ব কমিয়ে দিয়েছে বিজেপি।
এদিন তৃণমূলপ্রধান টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণে যোগদানের সাংবিধানিক আমন্ত্রণ পেয়ে আমি দিল্লিতে যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু গত কয়েক ঘণ্টায় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানতে পারলাম, রাজনৈতিক হিংসায় বাংলায় নিহত ৫৬ জনের পরিবারকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা সম্পূর্ণ অসত্য তথ্য। পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক হত্যা হয়নি। সমস্ত হত্যার পেছনে কারণ হিসেবে রয়েছে ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক দ্বন্দ্ব বা অন্য কোনো বিবাদ। এগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এমন কোনো তথ্য নথিভুক্ত নেই। এ জন্যই আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি না। নরেন্দ্র মোদিজি, আমি দুঃখিত।’
মমতা বলেন, ‘ভারতের গণতন্ত্র উদযাপনের সেরা স্থান হতে পারত ওই মঞ্চ। ওই মঞ্চকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য কোনো রাজনৈতিক দলকে ব্যবহার করা উচিত নয়, মাফ করবেন।’
কাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলায় ‘তৃণমূলের হাতে খুন হওয়া’ ৫৬ বিজেপি কর্মীর পরিজনদের। দাড়িভিট থেকে পুরুলিয়া এলাকার নিহত প্রতিটি বিজেপিকর্মীর পরিবার হাজির থাকবেন ওই অনুষ্ঠানে।
বুধবার বিকেলে রাজধানী এক্সপ্রেসে তাদের দিল্লি নিয়ে যাবেন বিজেপির পশ্চিমবঙ্গের নেতৃবৃন্দ। এ পরিস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হতে পারে বলে অনুমান করে অনুষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।