মা সোনিয়াকে নিয়ে মোদির শপথে যাবেন রাহুল গান্ধী

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং তাঁর মা সোনিয়া গান্ধী আগামীকাল (৩০ মে) নরেন্দ্র মোদির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, কংগ্রেসের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।
সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্সিয়াল প্যালেস বা রাষ্ট্রপতি ভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ নেবেন নরেন্দ্র মোদি।
ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ের পর রাষ্ট্রপতি কোবিন্দ দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এর আগে এনডিএ নেতারা মোদিকে তাদের সংসদ নেতা নির্বাচন করেন।