টিভিতে ছেলের শপথ গ্রহণ দেখে হাততালি দিলেন মা

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে নরেন্দ্র দামোদর দাস মোদি দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বাড়িতে বসে টিভিপর্দায় ছেলের শপথ গ্রহণ দেখলেন মোদির ৯৮ বছর বয়সী মা হীরাবেন মোদি। টিভিপর্দায় ছেলের শপথ গ্রহণের দৃশ্য দেখে আনন্দে হাততালি দিয়ে ওঠেন হীরাবেন মোদি।
ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় হাজার মাইল দূরে গুজরাটের গান্ধীনগরের বাড়িতে শপথ গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত টিভি সেটের সামনে বসে ছিলেন মোদির বৃদ্ধা মা।
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন মন্ত্রী। এ ছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নয়জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ।
ভোটপর্ব শেষ হওয়ার পরেই প্রচণ্ড ব্যস্ততা সত্ত্বেও গত সপ্তাহে গুজরাটের গান্ধীনগরের রাইসান গ্রামে মায়ের সঙ্গে দেখা করতে যান নরেন্দ্র মোদি। সেখানে মায়ের সঙ্গে থাকেন মোদির ভাই পঙ্কজ মোদি। শপথ গ্রহণের আগে মায়ের আশীর্বাদ নিতে গিয়েছিলেন মোদি। সে সময় বৃদ্ধা মা দুহাত ভরে ছেলেকে আশীর্বাদ করেছিলেন।
গতকাল বৃহস্পতিবারও টিভির পর্দায় ছেলের শপথ গ্রহণ দেখতে দেখতে হীরাবেন মোদি ফের আশীর্বাদ করে বলেন, ছেলে ভালোভাবে কাজ করুক। মানুষের উপকারে কাজ করুক, আরো এগিয়ে যাক সামনের দিকে।