অ্যাপ খুললেই অশ্লীল বিজ্ঞাপন, ভারতীয় রেলওয়ের দায় অস্বীকার

ভারতীয় রেলওয়ে (আইআরসিটিসি) অ্যাপে দেখানো বিজ্ঞাপন নিয়ে উত্তেজিত দেশটির সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। আইআরসিটিসির অ্যাপে অশ্লীল বিজ্ঞাপন দেখানোর অভিযোগ করেন এক গ্রাহক। ভারতীয় রেল মন্ত্রণালয় ও রেলমন্ত্রীকে ট্যাগ করে আনন্দ কুমার নামের ওই গ্রাহক টুইটারে অশ্লীল বিজ্ঞাপনসহ আইআরসিটিসি অ্যাপের একটি স্ক্রিনশট প্রকাশ করেন।
এই অভিযোগের উত্তরে ভারতীয় রেলওয়ের টুইটার হ্যান্ডেল জানায়, কী বিজ্ঞাপন দেখানো হবে, তার জন্য কোনোভাবেই আইআরসিটিসি দায়ী নয়। আইআরসিটিসি অ্যাপে গুগলের অ্যাড সার্ভিং টুল ব্যবহার করে। আর গ্রাহক যে বিষয়ে ব্রাউজিং করেন, সে অনুযায়ী বিজ্ঞাপন দেখায় এই অ্যাপ। তাই অ্যাপে কোন বিজ্ঞাপন দেখানো হবে, তার সঙ্গে কোনোভাবেই আইআরসিটিসির কোনো সম্পর্ক নেই।
Obscene and vulgar ads are very frequently appearing on the IRCTC ticket booking app. This is very embarrassing and irritating @RailMinIndia @IRCTCofficial @PiyushGoyalOffc kindly look into. pic.twitter.com/nb3BmbztUt
— Anand Kumar (@anandk2012) May 29, 2019
এ ছাড়া অশ্লীল বিজ্ঞাপন না দেখতে চাইলে গ্রাহককে ব্রাউজার কুকিজ ডিলিট করার পরামর্শ দেওয়া হয়।
ভারতীয় রেলওয়ের টুইটের পরে ট্রোলের মুখে পড়েন আনন্দ কুমার।
যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় আমাদের কম্পিউটার বা স্মার্টফোনে কুকিজ সেভ হয়। পরে বিজ্ঞাপন দেখানোর সময় বিভিন্ন কোম্পানি এই কুকিজ ব্যবহার করে বিজ্ঞাপন দেখায়। তবে এই কুকিজ সেভ থাকার কারণে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। সে সমস্যা থেকে বাঁচতে ব্রাউজারের ‘ইনকগনিটো মোড’ ব্যবহার করার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।