রাহুল গান্ধীর দল নিয়ে রামদেবের মশকরা

দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার মহাসমারোহে হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিরোধীদের কটাক্ষ করলেন যোগগুরু রামদেব।
তাঁকে বলতে শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আর্থিক এবং সাংস্কৃতিক প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করবে। আজ যারা যারা শপথ নিলেন তাঁদের মধ্যে রয়েছেন অমিত শাহ, পীযূষ গোয়েল থেকে শুরু করে নীতিন গডকরির মতো মানুষ।
‘আমি আশা করি কঠোর পরিশ্রম করে তাঁরা সকলেই মানুষের চাহিদা পূরণ করতে পারবেন।’
সংবাদ সংস্থা এএনআইকে রামদেব আরও বলেন, ‘আমি বিশ্বাস করি চাপ কাটাতে আগামী ১০ থেকে ১৫ বছর বিরোধীদের সাধনা করা উচিত। যোগ ব্যায়ামও করতে হবে তাঁদের। তাহলেই তারা চাপ মুক্ত হবে।’
রামদেব যখন এমন কটাক্ষ করছেন তার কিছু আগে ৫৮ জন মন্ত্রী শপথ নেন।