অক্ষর স্কুলের বেতন টাকার বদলে প্লাস্টিক বর্জ্য!

দূষণ আর বর্জ্য দূর করতে আমরা কত কিছুই না করে যাচ্ছি। তবে ভারতের আসামের প্রত্যন্ত এলাকার একটি স্কুল দূষণ আর বর্জ্য দূর করতে নিয়েছে এক অভূতপূর্ব পদ্ধতি।
এ স্কুলটির সব কিছুই অন্যরকম। ব্যাগের বোঝা নেই, সিলেবাস শেষ করার তাড়া নেই, শিক্ষক-শিক্ষিকার চোখ রাঙানি নেই। পড়াশোনার ধরন একেবারেই আধুনিক। আরও অবাক হওয়ার মতো বিষয় হল এ স্কুলের শিক্ষা ফি।
পড়াশোনার খরচ বাবদ এ স্কুলের শিক্ষার্থীদের জমা দিতে হয় প্লাস্টিক, পলিথিন, বা এ ধরনের সামগ্রী। ইন্ডিয়া টাইমসের এক সংবাদ থেকে জানা যায়, আসামের গুয়াহাটি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরত্বে পামোহিতে গাছপালা ঘেরা এই স্কুলের নাম ‘অক্ষর’। মাত্র বছর তিনেক আগে, ২০১৬ সালে যাত্রা শুরু করে স্কুলটি।
এখানকার মানুষজনের পেশা হয় পাথর কাটা, না হলে রাজমিস্ত্রি। চা শ্রমিকও আছেন কেউ কেউ। অভাবের সংসারে ছেলেমেয়েদের স্কুলে পাঠানোটা তাদের কাছে বিলাসিতা।
স্কুল কর্তৃপক্ষ জানান, শুরুতেই সাফল্য মেলেনি। ২০১৬ সালে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ১৫ জন। ২০১৯ সালে সংখ্যা ১০০ ছাড়িয়েছে।