কানাডায় তিমি দেখতে গিয়ে নিহত ৫

ভাংকুভার দ্বীপের কাছাকাছি ডুবে যাওয়া নৌকাটি। ছবি : রয়টার্স
কানাডায় তিমি দেখার এক নৌকা ডুবে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ সোমবার সকালে দেশটির পশ্চিমে টোফিনোর কাছাকাছি ভাংকুভার দ্বীপে এ ঘটনা ঘটে। নৌকাটি দ্বীপটির খুব কাছাকাছি এসে ডুবে যায়। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় কোস্টগার্ড ও উদ্ধারকারী দলের বরাত দিয়ে খবরটি জানিয়েছে রয়টার্স।
কোস্টগার্ডের বরাত দিয়ে রয়টার্স আরো জানায়, ডুবে যাওয়া নৌকাটি জেমিস হোয়েল স্টেশন ও অ্যাডভেঞ্চার সেন্টারের তত্ত্বাবধানে তিমি দেখতে সমুদ্রে নামে। নৌকায় কমপক্ষে ২৭ জন দর্শনার্থী ছিলেন। তাঁদের মধ্যে নয়জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাডার ভাংকুভার দ্বীপ তিমি দেখার জন্য বেশ জনপ্রিয়। এ জন্য বছরের অধিকাংশ সময়ই এখানে পর্যটকের ভিড় লেগে থাকে। বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পর্যটকরা তিমি দেখে থাকেন।