তিন মেয়ে নিয়ে আত্মহত্যার অনুমতি চেয়ে মোদির কাছে চিঠি!

সপরিবার আত্মহত্যার অনুমতি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিলেন উত্তরপ্রদেশের এক কৃষক।
সংবাদমাধ্যম নিউজ১৮-এর খবরে বলা হয়, বিশুদ্ধ খাবার পানির অভাবে যোগী আদিত্যনাথ সরকারের ওপর ভরসা রাখতে পারেননি তিনি। তাই ওই কৃষক আত্মহত্যার অনুমতি চেয়ে সরাসরি মোদির কাছেই অনুমতি চেয়েছেন।
তাঁর দাবি, বিশুদ্ধ পানি দিতে হবে, তা না হলে সপরিবারে আত্মহত্যার অনুমতি দিতে হবে।
উত্তরপ্রদেশের হাসিয়ান ব্লকে পানির অভাব দীর্ঘদিনের। ওই ব্লকের বাসিন্দা কৃষক চন্দ্রপাল সিংহ পানির কষ্ট সহ্য করতে না পেরে তিন মেয়েকে নিয়ে আত্মহত্যার আর্জি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনিক দপ্তরে গিয়ে চন্দ্রপাল পানির দাবি জানান। পরে তিনি বলেন, ‘আমাদের এখানে খাবার পানির খুবই কষ্ট। আমার ছোট ছোট মেয়েরা পানি খেতে পারে না।’
প্রশাসনকে বলে কোনো কাজ হয়নি। পানি এত লবণাক্ত যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে আত্মহত্যার অনুমতি চাইছি। তিন মেয়েকে নিয়ে মরতে চাই।