পুলওয়ামার থানায় গ্রেনেড বিস্ফোরণ, বহু আহত

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় থানা লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল সন্ত্রাসীরা। ব্যস্ত রাস্তায় বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে বহু আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থায় আশঙ্কাজনক।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আহতদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবরে আরো বলা হয়, গতকাল একটি সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরক নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। এতে দুই সেনা নিহত হন। আহত হন ১৬ জন। পুলওয়ামার আরিহাল গ্রামের কাছে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর একটি গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
এ দিকে, গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় একটি আত্মঘাতী হামলা চালিয়েছিল একটি সন্ত্রাসী বাহিনী। সিআরপিএফ জওয়ানদের একটি কনভয়ে এই হামলা চালানো হয়। এতে ৪০ জন সেনা নিহত হয়েছিল।
জম্মু ও কাশ্মীরে সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী হানা। ১০ জন নিরাপত্তা বাহিনীর কর্মীর মৃত্যু ঘটেছে গত পাঁচ দিনে।
মঙ্গলবার অনন্তনাগ জেলায় সন্ত্রাসীদের সাথে গুলির লড়াইয়ে এক সেনার মৃত্যু হয়।